মাকে নিয়ে কবিতা (Make niye kobita)
মা
এতো বড় পৃথিবীতে
মাগো,
কেহ নয় তোমার সমান।
তোমার বিকল্প নেই মাগো;
টাকা কড়ি মান সম্মান।।
টাকা দিয়ে সব কেনা যায়,
যায়না মা তোমার স্নেহ।
শত কেঁদে ও পাবেনা মাগো;
তোমার তুলনা কেহ।।
মহিয়সী জননী আমার,
তুমি যে অতীব মহান।
ত্যাগের আঁচল পেতে;
যুগে যুগে দিয়েছো প্রমান।।
“মা’ ছোট্ট এ ডাকের মাঝে,
কিযে সুধা, কি যাদু আছে।
মা, মাগো; জননী আমার!
কত ঋণী তোমার কাছে।।
দু-দিনের এ দুনিয়াতে মাগো,
বুক ভরা কত ভালোবাসা।
সব চলে স্বার্থ নিয়ে;
বিনিময়ে চায় শুধু আশা।।
তুমি কেন নিঃস্বার্থ মাগো,
তুমি কেন এতো ত্যাগীয়ান।
হতে পারে মায়ের মত;
তবু কেহ নয় মায়ের সমান।।
=+=+=+=+=
Date: 28.11.2000
Hi mam , I want make a song with your poem in This Mother's Day . So please will you give me permission to make this ?
ReplyDeleteOutstanding kobita
ReplyDelete1no.
ReplyDeleteNice
ReplyDeleteNice group share korlam.
ReplyDelete"RESTPECT FOR MOTHER"
Heart touching .... Love u mom
ReplyDeleteমহাশয় আমি আপনার কবিতা টি আবৃত্তি করতে চাই।
ReplyDeleteআপনার অনুমতি প্রাথনিও।
outstanding mam.Briliant poem
ReplyDelete