Header Ads

Header ADS

নতুন কবি

নতুন কবি
         
                  হুসনা খাতুন

ব্যালকনিতে বসে বসে,
ভাবছি আমি দিনের শেষে
লিখবো আমি কাব্য এবার,
কিন্তু বৃথা চেষ্টা আমার

বিদায় কালে অস্তরবি,
বলছে ওগো নতুন কবি
আমার রুপের রঙ্গিন ছবি,
কাব্যে তোমার লিখো সবই


ধানের ক্ষেতের কচি চারা,
মুখ উচিয়ে বলছে তারা
এইযে সবুজ শ্যামল ভুমি,
এদের নিয়ে লিখো তুমি

উড়ে যেতে যেতে ফেরারী পাখি,
কালো কাজল মেলে আখি
বলছে সবায় শুনছি আমি,
আমায় নিয়ে লিখো তুমি

এখন আমি করি কিযে,
ভাবনা আমার সবি মিছে
কার অনুরোধ রাখি আমি,
বলে দাও হে অন্তর্যামী।

No comments

Powered by Blogger.