রহস্যম্যী পদ্মা
-হুসনা খাতুন
পদ্মা আপন বেগে পাগল পারা
কাউকে করে সর্বহারা
অন্তহীন তার ছুটে চলা
জানিনা তার জন্ম কোথায়
একই নিয়মে বয়ে চলে যায়
ক্লান্তী নাই চলে অবিরাম
তার কোথায় বিরতি কোথায় বিরাম
শেষ হবেনা বুঝি এ চলার গতি
নাম দিয়েছি তাই পদ্মাবতি.
রচনাঃ ১৯৯১ সালে
No comments