Header Ads

Header ADS

রহস্যময় পদ্মা



রহস্যম্যী পদ্মা
        -হুসনা খাতুন
 



পদ্মা আপন বেগে পাগল পারা
কাউকে করে সর্বহারা
অন্তহীন তার ছুটে চলা
যার রহস্য যায় না বলা


জানিনা তার জন্ম কোথায়
একই নিয়মে বয়ে চলে যায়
ক্লান্তী নাই চলে অবিরাম
তার কোথায় বিরতি কোথায় বিরাম

শেষ হবেনা বুঝি এ চলার গতি
নাম দিয়েছি তাই পদ্মাবতি.

রচনাঃ  ১৯৯১ সালে

No comments

Powered by Blogger.