একটা চিঠির প্রতিক্ষায়;
জানিনা কতদিন কাটবে আমায়!
-২০/০৭/২০০২
কি দিয়ে করিব শুরু,
হায় তব লিপিকার লিখা;
গ্রহন করো মোর,
এক বুক ভালোবাসার বহ্নি শিখা।
তুমি যে আমার দীল,
তুমি যে আমার প্রান;
মিশে থাকো হৃদয় মাঝে,
মন তাই সদা আনচান।
মনের রং তুলি দিয়ে,
একে যাই কত যে ছবি;
এত আশা এত যে চাওয়া,
তবু কেন নিরব কবি।
উত্তর মেলেনা কভু,
শুন্য যে স্মৃতির পাতা;
ঠাই দিও চরন তলে,
ওগো মোর মন দেবতা।
মন প্রান দিয়েছ সবি,
ধন্য এ জীবন আমার;
চিঠি দিও একটি চিঠি,
আর কিছু নাই যে চাওয়ার।
ভালো থেকো দীর্ঘায়ু হও,
এ আমার দোওয়া ও প্রীতি;
সুস্থ্য ও সুন্দর থেকো,
আজ তবে এখানেই ইতি।
বিশেষ দ্রষ্টব্যে আর,
কি চাহিব হে মোর স্বামী;
দোওয়া করো চিঠি দিও প্রিয়,
শুধু! মিনতি জানাই আমি।।
=+=+=+=+=+=+=
No comments