প্রকৃতি কে নিয়ে লিখা কবিতা
রাঙামাটির দৃশ্য
-হুসনা খাতুন
একি বিস্ময় বাংলাদেশের
একি মোহময় রুপ!
প্রকৃতি প্রেমিক কবি ওগো আজ
কেন আছ নিশ্চুপ?
হাতে তুলে নাও কাগজ কলম
চেয়ে দেখ আখি মেলি,
কালির আঁচড়ে ফুটাও সেথায়
মন ভোলা সাদা চেলী।
কত প—থ কত গ্রাম পেরিয়ে;
রাঙামাটির ঐ রাঙ্গা ধুলিতে
পাহাড়িয়া পথ বেয়ে।
উঠে যাও ঐ শীর্ষ চুড়ায়
স্রষ্টাকে পাও কিনা?
সৃষ্টির মাঝে লুকিয়ে আছে
তাঁকে কি যায় চেনা!
শিল্পী তোমার হাতের তুলিটি
দাওতো আমাকে ভায়া,
আঁকতে যদি পারি আমি
একটি লেকের ছায়া।
পারি যদি আঁকতে আমি
পাহাড় নদী ও গাছ,
স্বার্থক হবে শিল্পী জীবন
রইবেনা আফছোস ।।
=+=+=+=+=
No comments