স্বামীর প্রতি নিবেদিত প্রান
“শু-ধু-ই---যে---তু-মি”
হৃদয়ের ক্যানভাসে তুমি,
ভাবনার মন্দিরে তুমি;
না বলার কথার মাঝে তুমি!
“শুধু---- যে----- তুমি”
মনের যন্ত্রনায় তুমি,
না পাওয়ার পিপাসায় তুমি;
পাওয়ার আনন্দে যে তুমি!
জীবনের আশায় যে তুমি,
নয়নের ভাষা ও যে তুমি;
বাঁচার তাগিদ ও তুমি!
“শুধু----যে----তুমি”
অন্তরে অন্তরে তুমি,
চলার ছন্দে ও তুমি;
স্বয়নে ও স্বপনে তুমি!
“ শুধু----যে----তুমি”
দীল, মন, প্রান যে তুমি,
মনের দেবতা তুমি;
বধুয়ার জীবন যে তুমি!
“শধু----যে----তুমি”
বিশ্বাসে ভালোবাসায় তুমি,
নিঃশ্বাসে সজিবতায় তুমি;
এ কবির কবিতায় তুমি!
“শুধু----যে----তুমি”
আমার সমগ্র সত্তা ও অস্তিস্ত ঘিরে আছ!
“শু-ধু-ই---যে---তু-মি”
এই বলো নাগো কে তুমি?
তুমি---আমার---জীবন।।
=+=+=+=+=+=
No comments