ছোট্ট সোনা মনিকে নিয়ে মায়ের অনুভূতি
মা, মেয়ে, বাবা
মা,
ও আমার “মা” মনি টা
ঘুম ভেঙ্গেছে কি?
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো
বাবা এসেছে কি?
আসবে বাবা এখনি তো
নেবে তোমায় কোলে,
বাবার কোলে চড়ে তুমি
দুলবে দোদুল দোলে।
মেয়ে,
রাগ করেছি বাবা মনি
আগে আমায় বলো,
যাবো নাতো কোলে তোমায়
কেন দেরী হলো।
বাবা,
sorry sorry মা মনি গো
আর হবেনা দেরী,
এসো আমার সোনা মাগো
একটু আদোর করি।।
No comments