Header Ads

Header ADS

সবার প্রিয় মা " মায়ের দোয়া "

    "  মায়ের দোয়া "



     মা'যে আমার অনেক প্রিয়,
                      মা'কে ভালো বাসি; 
মায়ের মুখে হাসি দেখে,
                   তাইতো আমি হাসি।

   মায়ের চোখে কান্না দেখে,
                   আমার কান্না এলে;
চোখের পানি মুছিয়ে মা,
               নেয় যে বুকে টেনে।

       মা' যে আমার অনেক আপন,
                  মা'র তুলনা মা' ই;
ভুল করেও মাকে কেহ,
                  কষ্ট দিওনা ভাই।

   সকাল বেলায় নাস্তা নিয়ে,
                     মা' যে বসে থাকে;
ঠাণ্ডা হবে খেতে এস,
                          মা' যে আমায় ডাকে।

        এই দুনিয়ায় সবার প্রিয় ,
                            সর্ব শ্রেষ্ঠ মা!
অর্থ দিয়ে মায়ের ঋন
                           শোধ তো হবেনা।

           কারন ছাড়াই মা' কে ডাকি,
                            মাতো আমার মা;
       মা' ডাকেতে কি' যে শুধা,
                          তৃষ্ণা মিটেনা!

      একটু খানি মা'য়ের ছোয়া,
                             একটু খানি আদোর;
         সব জুড়িয়ে যায় যে আমার,
                              দুঃখ ব্যাথা কাতোর।

 মা'কে নিয়ে গল্প লিখি,
                            আর ও লিখি ছড়া;
         লেখা্য় পড়ায় দিন কেটে যায় ,
                          হয়না মা' কে পড়া।

 বিশ্ব খ্যাত নামি দামি
                           মনিষীদের জানাই,
          মায়ের দোয়া সবার উপর,
                           তাহার উপর নাই।

   চলার পথে সঙ্গে রেখো
                          মায়ের আশীর্বাদ।
     দূর হবে যে সকল বাধা,
                        পূর্ণ হবে সাধ।
 
           =+=+=+=+=+=+=+=+=

No comments

Powered by Blogger.