Header Ads

Header ADS

Bad situation of Life



জীবনে অনেক কঠিন পথ ও যেমন অতিক্রম করেছি, তেমনি উপরে উঠার সিঁড়ি্র দরজা ও আল্লাহ পাক আমার সামনে অনেক বার উম্মুক্ত করে দিয়েছেন। আমিই কঠোর হস্তে তা বন্ধ করে দিয়েছি। টাকা ইনকামের থেকে নতুন কিছু শিখার ঝোক আমার ছোটবেলা থেকেই। ছোটবেলায় বাবা মারা যাওয়ায় অনেক কিছু ইচ্ছা থাকা সত্তেও সুযোগ হয়নি। আর আজ সুযোগ দুয়ারে হানা দেয় বারংবার। পারিপার্শিক কিছু bad situation আমাকে পিছন থেকে টেনে ধরে। এগোতে দেয়না কিছুতেই। আমি বার বার হেরে যাই আমার প্রত্যাসিত ইচ্ছার কাছে।



life এ মাঝে মাঝে এমন কিছু bad situation ঘটে যা কারো সাথে শেয়ার করার মত নয়। আবার তা নিরবে হজম করতে গেলে বুকের মধ্যে প্রচণ্ড যন্ত্রনা শুরু হয়। জীবনের এই যুদ্ধে যারা ব্যর্থ হয় তারাই হয়তো নিরবে suicide এর পথ বেছে নেয়। কিন্তু suicide পরবর্তি ভয়াবহতা যদি কারো জানা থাকে তাহলে হয়তো দুনিয়ার এই সাময়িক bad situation টাকেই তারা কষ্ট হলেও over tech করার চেষ্টা করতো। আল্লাহ তুমি মানুষ কে সবর করার শক্তি দান করো। আমিন।
 

No comments

Powered by Blogger.