Header Ads

Header ADS

বাবা কে নিয়ে কবিতা (Baba ke niye kobita)



“বড় বেশী মনে পড়ে তোমায়”


 

বড় বেশী আজ মনে পড়ে তোমায় বাবা।
কষ্টে আমার বুক ভেঙ্গে যায় বাবা।
তোমার ৪ কন্যার ১ কন্যা আমি,
তোমারই ভায়ের ছেলের বউ যে আমি।


তাহারই মাঝে তোমাকে খুজেছি বাবা,
তোমারই আদল তুমি কেন নও বাবা।
রাতের আকাশে তারা হয়ে আছ তুমি,
তাঁরা ভরা রাতে তোমাকেই খুজি আমি।


                   যেদিন তুমি দুনিয়ার মায়া ভুলে,
                   ঘুমিয়ে গেলে আর জাগবেনা বলে।
                   কেঁদে কেঁদে আমি কত ডেকেছি তোমায়,
                   সাড়া দাওনিতো রিক্ত করেছ আমায়।

 সব বন্ধন সব মায়া ছেড়ে বাবা,
 কোন মায়া জালে সব ভুলে গেছ বাবা।
 জীবন অংকের কঠিন সময় টাতে,
 পারোনা কি বাবা কোন সমাধান দিতে।

                   কিভাবে দিবে? তুমি তো কেবলি মায়া,
                   স্বপ্নেই আসো, ঘুম ভাংলেই ছায়া।

                   বড় আশা জাগে, বড় সাধ হয় বাবা,
                   তোমার বুকেতে মাথাটা রাখিতে বাবা।

ফিরে যাই আমি হারানো দিনের নীড়ে,
আর ফিরিবনা এই বর্তমানের ভিড়ে।

তোমাকে আমি বড় ভালোবাসি বাবা,
তোমার আদর্শ মোর, চলার পাথেয় বাবা।

                    ইহকাল নয়, পরকালে পাশে থেকো,
                    পিছলে না পড়ি বুকের মধ্যে রেখো।
                    ঐ বুকে আছে কত শান্তি যে বাবা,
                    যার বাবা নেই সেই শুধু বোঝে বাবা।

বুকে করে তুমি নিয়ে যেও জান্নাতে,
আর কিছু আমি চাইনা এ দুনিয়াতে।
নির্ভয়ে যাবো পুলসিরাতের পার,
তুমি যদি হও সঙ্গী শুধুই আমার।
  =+=+=+=+=+=


5 comments:

Powered by Blogger.